শুক্রবার, ৬ জুন, ২০১৪

আশার ঋনে কলা চাষ করে স্বালম্ভবী জাকির হোসেন


বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪

আশার আন্তজাতীক কার্যক্রম

আশা বিশ্বের ২১ টি দেশে এর কার্যক্রম পরিচালনা করে আসছে। আশা ইন্টারন্যাশনাল এর উদ্দ্যোগে ঘানায় ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে আশার ২ জন বাংলাদেশি কর্মকর্তা চলতি মাসে ঘানাতে ঐ দেশের আশার কার্যক্রম পরিচালনার জন্য বেশ কিছূ নতুন কর্মীদের প্রশিক্ষন প্রদান করান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আশার বাংলাদেশী কর্মকর্তা জনাব নূরূল ইসলাম চৈাধুরী মাফিক এবং জনাব সজিবুর রহমান।

আশার দলীয় সভানেত্রীদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা

আশার নের্তৃত্ব বিকাশ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয় কুমারখালী উপজেলার বাগুলাট ব্রাঞ্চ আয়োজিত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপষ্থিত ছিলের আশা কুষ্টিয়া জেলার ডিষ্ট্রিক ম্যানেজার জনাব আব্দুল্লাহ আল হারূন প্রশিক্ষক হিসাবে উপষ্থিত ছিলেন আশা লালন শাহ কুষ্টিয়া আর এম মো. কামরুজ্জামান সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মো.সাজ্জাত আলী।

মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪

ইস্যু নং ০৩ স্বাস্থ্য সচেতনতার এবারের বিষয় হাত ধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ



‰`wbK mg‡qi KvMR 10/03/2014 Zvwi‡L cÖKvwkZ

Avkvi ¯^v¯’¨ m‡PZbZvi Gev‡ii welq nvZ †avqvi gva¨‡g †ivM cÖwZ‡iva

wbR¯^cÖwZwbwat nvZ †avqvi gva¨‡g †ivM cÖwZ‡iva wel‡q m‡PZb Kivi e¨vcv‡i Avkv GbwRI mviv †`k e¨vcx Zv‡`i cÖvq 60 j¶ Fb MÖwnZv‡`i gv‡S 8 gvP© †_‡K  13 gvP© ch©š— cÖPvibv Pvjv‡e| mgMÖ c„w_ex‡Z nvZ †avqvi ¸iƒZ¡ I Zvrc‡h©i e¨vcv‡i gvbyl‡K DØy× Kivi Rb¨ cÖwZ eQi 15 A‡±vei nvZ †avqv w`em wnmv‡e D`hvcb Kiv nq| GB w`bwU‡K mvg‡b †i‡L cÖwZ wbqZ Zvi mwVK e¨venv‡ii gva¨‡g †ivM cÖwZ‡iva KivB n‡”Q GB w`e‡mi D‡Ïk¨| ‡emiKvix †m”Qv‡mex ms¯’v Avkv cÖwZ gv‡m ¯^v¯’¨ m‡PZbZvi wel‡q Zv‡`i Fb MÖwnZv m`m¨‡`i gv‡S wewfbœ wel‡q Bmy¨ wfwËK cÖPv‡ivbv Pvwj‡q Avm‡Q Bmy¨ bs 03 Gev‡ii welq nvZ †avqvi gva¨‡g †ivM cÖwZ‡iva| †K›`ªxq Kg©m~Pxi Ask wnmv‡e Avkv Kzwóqv †Rjvi KzgviLvjx Dc‡Rjvi ev¸jvU eªv‡Âi D‡Ïv‡M MZ 9 gvP© kvjNigayqv MÖv‡gi Aciƒcv fywgnxb gwnjv mwgwZi m`m¨‡`i gv‡S Gwel‡q m‡PZbZv g~jK Av‡jvPbv K‡ib mswk­ó eªv‡Âi eªv g¨v‡bRvi †gvt mv¾vZ Avjx I †jvb Awdmvi †gvt LvBiƒj Bmjvg mfv cwiPvjbv K‡ib D³ `‡ji mfv‡bÎx †i‡nbv LvZzb|

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪

আশা কুষ্টিয়া জেলার বি,এম দের নিয়ে সমন্বয় সভা





Avkv Kzwóqv †Rjvi g¨v‡bRvi‡`i wb‡q evwl©K mgš^q mfv

wbR¯^ cÖwZwbwat MZ 25/02/14 Bs Zvwi‡L Avkv-Kzwóqv †Rjvi 46wU eªv‡Âi eªv g¨v‡bRvi‡`i wb‡q evwl©K mgš^q mfv GdwcweG AwWUwiqv‡g ( Kzwóqv †Rj Lvbv †gvo) AbywôZ nq| D³ mfvq cÖavb AwZw_ wnmv‡e Dcw¯’Z wQ‡jb Rbve †gvt evnviæj Bmjvg; †Rvbvj g¨v‡bRvi Avkv-h‡kvi †Rvb| we‡kl AwZw_ wnmv‡e Dcw¯’wZ wQ‡jb Rbve †gvt gvmyyy`yi ingvb; wWwóª± g¨v‡bRvi Avkv-Kzwóqv †fovgviv †Rjv| D³ mfvq mfvcwZZ¡ K‡i Rbve Avãyjøvn Avj-nviæb; wWwóª± g¨v‡bRvi Avkv-Kzwóqv m`i †Rjv| D³ mfvq 2013 mv‡ji  mvwe©K Kvh©µg ch©v‡jvPbv K‡i 2014 mv‡ji FY weZiY jÿ¨gvÎvmn Ab¨vb¨ wel‡q w`K wb‡`©kbv g~jK wm×všÍmg~n MÖnY Kiv nq| D‡jøL¨ †h,Avkv 1996 mvj †_‡K Kzwóqv †Rjvq FY`vb Kg©m~Pxmn Ab¨vb¨ Kvh©µg mdjfv‡e cwiPvjbv K‡i Avm‡Q| eZ©gv‡b †Rjvq †gvU 46wU eªv Kvh©vj‡qi gva¨‡g cÖvq  83252 Rb m`m¨‡K 250 †KvwU UvKv FY cÖ`vb K‡i `wi`ª cwiev‡ii m`m¨mn e¨emvqx I wewfbœ ai‡bi ÿy`ª D‡`¨v³v‡`i ‡hgbt KzwUiwkí, grmPvl, mewRPvl, ‡gŠmygx dmj, ‡Mvev`x cïcvjb BZ¨vw` Kv‡R wb‡qvwRZ‡`i ¯^vejw¤¢ Ki‡Z/Av_©-mvgvwRK Dbœq‡b mivmwi mnvqK fywgKv cvjb K‡i Avm‡Q| GQvovI †Rjvq †gvU 60 wU wkÿv †K‡›`ªi gva¨‡g cÖvq 1000 Rb nZ`wi`ª cwiev‡ii QvÎ/QvÎx‡`i gv‡S cÖvK-cÖv_wgK wk¶v Kvh©µg cwiPvjbv K‡i RvZxq cÖv_wgK wkÿv kw³kvjxKi‡Y mnvqK f~wgKv cvjb K‡i Avm‡Q| cvkvcvwk †Rjvi mKj eªv Kvh©vj‡qi gva¨‡g mvßvwnK mfv K‡i ¯^v¯’¨ m‡PZbZv g~jK wewfbœ Bmy¨wfwËK Av‡jvPbv gva¨‡g m`m¨‡`i‡K cÖv_wgK ¯^v¯’¨ cwiPh©v m¤ú‡K© m‡PZb Kiv n‡”Q| Avkv Kzwóqv †Rjvq 2013 mv‡j cÖvq 145 †KvwU UvKv FY weZiY m¤úbœ K‡i‡Q Ges Mixe I nZ`wi`ª m`m¨‡`i wPwKrmv mnvqZv eve` †gvU 410 Rb‡K 604700 UvKv Aby`vb cÖ`vb K‡i‡Q|  2014 mv‡j †Rjvq 180 †KvwU UvKv FY weZi‡Yi jÿ¨gvÎv wba©viY Kiv n‡q‡Q|
                                                                       

শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৪

স্বাস্থ্য সচেতনতা হিসাবে আশার ২য় পর্বে আলোচনা





আশার উদ্দোগে স্বাস্থ্য সচেতনতার ইস্যু নং ২ আলোচনা ০১-০৬ ফেব্রূয়ারী,২০১৪
নিরাপদ পানি,পানিবাহিত রোগ,পানি বিশুদ্ধকরন ও আর্সেনিক দূষন প্রতিরোধ

নিরাপদ পানি.-
রোগ জীবানু এবং ক্ষতিকর পদার্থমুক্ত পানিকে নিরাপদ পানি বলে।

পানি দূষনের কারন-
যে সকল কারনে পানি দূষিত হয়ে থাকে,তা হলো
খোলা বা ঝুলন্ত পায়খানা ব্যাবহার।
মৃত পশুপাখির দেহ খালবিলে ফেলা।
মাটির নীচ থেকে উত্তোলিত পানির সাথে আর্সেনিক মিশ্রণ হয়ে।
রাসায়নিক সার ও কীটনাশকের অত্যধিক ব্যবহার।
শিল্প ও বাড়ী ঘরের বর্জ্য পদার্থ থেকে।


দূষিত পানির কারনে যে সকল রোগ হয়ে থাকে,তা হলো- ডায়রিয়া,আমাশয়,কৃমি,জন্ডিস,টায়ফয়েড,পোলিও,কলেরা,চর্মরোগ ও হেপাটাইটিস(GIB)ইত্যাদি।

ব্যক্তিগত ও গৃহস্থলীর কাজে পানির ব্যবহার-

ব্যক্তিগত কাজে ,যেমন- গোসল করা,হাত ও মুখ ধোয়া,পান করা ও রান্নার কাজে ব্যবহার করা ইত্যাদি কাজে অবশ্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে।

নিরাপদ পানি পাওয়ার উr-
নল কুপের পানিই একমাত্র নিরাপদ বা বিশুদ্ধ। নলকুপের পানি পাওয়ার সুযোগ না থাকলে পুকুর,নদী,খাল-বিলের পানিকে ফুটিয়ে বিশুদ্ধ করে পান করতে হবে। কারন পুকুর বা ডোবায় আটকে থাকা পানিকত মারাত্মক রোগ জীবানু বংশ বিস্তার করে থাকে। তাই পানি না ফুটিয়ে পান করলে উদারাময়,আমাশয়,কৃমি,জন্ডিস টাইফয়েড এবং আরও নানাবিধ পানিবাহিত রোগের সৃষ্টি হতে পারে।

পানি নিরাপদ করার উপায়-
পানি ফুটতে শুরু করার পর থেকে কমপক্ষে ১০ মিনিট আগুনে ফুটিয়ে নিতে হবে,
পানি ফিলটার দ্বারা ছাকন করে বিশুদ্ধ করা হয়,
পুকুর বা নদীর পানিকে থিতিয়ে নিলে কলসীর নীচে ময়লা জমা হয়।তারপর উপরের পানিকে অন্য পাত্রে ঢেলে নিয়ে ফুটিয়ে বিশুদ্ধ করা হয়।

আর্সেনিক প্রতিরোধ করার উপায় হলো-

গভীর নলকুপ/কুয়া/নদী/পুকুরের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক নেই।যে সকল এলাকায় আর্সেনিক রয়েছে সে সব এলাকায় নলকুপের ব্যতীত অন্য পানি বিশুদ্ধ করে খাওয়া উচিত।
প্রচুর পরিমান ভিটামিন ও পুষ্টিকর খাবার খাওয়া,যেমন-লেবু,টাটকা শাক-সবজী,দেশীয় ফল-যা সহজে ও কম খরচে পাওয়া যায়।

বুধবার, ২৯ জানুয়ারি, ২০১৪

আশা শিক্ষা প্রশিক্ষন কর্মশালা/১৪

আশা বাগুলাট ব্রাঞ্চের উদ্দ্যোগে শিক্ষা সেবিকাদের ১ দিনের প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশা কুষ্টিয়া জেলার ডিস্ট্রিক ম্যানেজার আব্দুল্লাহ আল হারূন বিশেষ অতিথি হিসাবে উপষ্থিত ছিলেন আশা কুষ্টিয়ার লালনশাহ্ অঞ্চলের আর,এম মো.কামরূজ্জামান সভাপতিত্ব করেন ব্রাঞ্চ ম্যানেজার মো.সাজ্জাত আলী।